দেশের দুর্যোগময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা প্রশংসাযোগ্য

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উদোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার গত রোববার সকাল সাড়ে ১০টায় খুলশী বিভাগীয় সমাজসেবা কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।

আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, মমতা চট্টগ্রামের পরিচালক স্বপ্না তালুকদার।

কাজী নাজিমুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কল্যাণ কাজ করে। দেশের যে কোনো জরুরি মুহূর্তে স্বেচ্ছাসেবীরা ঝুঁকি নিয়ে দেশের কল্যাণেমানুষের কল্যাণে কাজ করেন।

করোনাকালীন দেশের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। তেমনি ঘূর্র্ণিঝড়বন্যাসহ যে কোনো দুর্যোগময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা সত্যিই প্রশংসাযোগ্য।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সঞ্চালনায় সেমিনারে রেপোটিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ আফতাব উদ্দিন চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাশেম। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহামজারবাগে দেড় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএ বি এম ফজলে রাব্বী চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ