বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা নির্যাতিত ও নিপীড়িত হতে পারি কিন্তু ক্ষান্ত হতে পারি না। জামায়াতে ইসলামীর চিন্তধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা। গতকাল ্ল্লশুক্রবার নগরীর পতেঙ্গা থানা জামায়াতের উদ্যোগে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পতেঙ্গা থানা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।
পতেঙ্গা থানা সেক্রেটারি মুহাম্মদ সেলিমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মহানগরী মজলিশে শূরার সদস্য ও পতেঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ এনামুল কবির, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, পতেঙ্গা থানা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ ড. আব্দুল মোত্তালেব, ৪০ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা মুহাম্মদ ইউসূফ, ৪১ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা বেলাল হাছন, থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইউসুফ, ছাত্রশিবিরের পতেঙ্গা থানা সভাপতি আকিব বিন ইউসূফ ও পতেঙ্গা আবাসিক সভাপতি মুহাম্মদ ওয়াজুদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো দুনিয়াবী আন্দোলন নয়। এই আন্দোলন আমরা দুনিয়াবী উদ্দেশ্যে করি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। জামায়াতে ইসলামী অতীতেও ত্যাগ স্বীকার করেছে এবং আগামীতেও আল্লাহর দ্বীন এই জামিনে কায়েম করতে দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
বায়েজিদ জামায়াতের কর্মী সম্মেলন: এদিকে বায়েজিদ থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর পরিচয় দিয়ে আমরা মাঠে নামতে পারি নাই। অনেকে ঘরে থাকতে পারে নাই। আামদের এই ত্যাগ কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াতে ইসলামী বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্যে রাজনীতি করেন। সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তায়ালা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র–জনতা। এদেশকে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সংস্কার করতে চাচ্ছেন আমরা এ সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।
বায়েজিদ থানা জামায়াতের উদ্যোগে এস এন বাদশা কনভেনশন হলে থানা আমীর মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও মহনগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ। থানা সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, থানা নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, শ্রমিক কল্যাণ থানা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ১ নম্বর ওয়ার্ড আমীর হাফেজ আবুল মানসুর, ২ নম্বর ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ও ৩ নম্বর ওয়ার্ড আমীর নুরুল আলম, থানা ছাত্রশিবির সভাপতি আজিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।