দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় সকলকে কাজ করতে হবে

রাউজানে জেলা প্রশাসক

রাউজান প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের মনে দেশপ্রেম জাগ্রত করতে হবে। গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভায় শীতবস্ত্র বিতরণ, উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প ও কৃষি বিভাগের উফশী জাতের (ব্রি ধান৯২) বোরো ধানের সমলয় চাষাবাদের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।

অন্যদের মধ্যে ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আবদুস ছোবহান, সহকারী কমিশনার (ভূমি) অং ছিন মারমা, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কৃষি প্রকৌশলী মুহাম্মদ আমজাদ হোসেন খান। কৃষি বিভাগের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মাসুম কবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সিরাজাম মুনীর।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুরন্ত দুর্বারের পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধআরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ