দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে শিল্প মালিকদের

জিপিএইচ কারখানা পরিদর্শনে এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

শীর্ষস্থানীয় লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কারখানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন। এসময় তিনি ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বদলে যাওয়া চট্টগ্রামের উন্নত অবকাঠামো ব্যবস্থাকে কাজে লাগিয়ে শিল্পায়নের গতি বাড়ানোর জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান। গত শুক্রবার ৩টায় সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন প্ল্যান্টের আধুনিক উৎপাদন ব্যবস্থা পরিদর্শন করেন এমপি। কারখানায় কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল এমপি মামুনকে অভ্যর্থনা জানান। এমপি মামুন বলেন, শিল্পায়নের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা খুবই জরুরি। প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন, টানেল করে দিয়েছেন, বন্দরের আধুনিকায়ন করেছেন। এখন শিল্প মালিকদের কাজ হল আধুনিক সব শিল্পকারখানা স্থাপন করে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল বলেন, একসময় বাংলাদেশ রড, বিলেট আমদানি করত। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূর্ণ করে বিদেশেও রপ্তানি করছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন, সেটা বাস্তবায়নে জিপিএইচ ইস্পাত কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রড উৎপাদন করছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে আমাদের উৎপাদিত উন্নতমানের রড ব্যবহার হচ্ছে, যার ফলে একদিকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার সাশ্রয় হচ্ছে, আবার দেশের শিল্পখাতও এগিয়ে যাচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবেদিন আল মামুন, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, আসলাম হাবিব ও ইউপি সদস্য সালাউদ্দিন মিজান।

পূর্ববর্তী নিবন্ধচবির তরুণ লেখকদের মাসব্যাপী লেখালেখি কর্মশালার সমাপনী
পরবর্তী নিবন্ধ‘প্রযুক্তিতে আত্মনির্ভর’ তরুণী তৈরির প্রচেষ্টায় জেসিআই চট্টগ্রাম