দেশপ্রেম ও নারী শিক্ষার প্রসারে শহীদ নূতন চন্দ্র সিংহ অনুকরণীয় দৃষ্টান্ত

আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

রাউজান কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের সত্য সিংহ মিলনায়তনে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট, শিল্প মন্ত্রণালয় কর্তৃক শহীদ নূতন চন্দ্র সিংহের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও শিল্পী কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে। তিনি বলেন, শহীদ নূতন চন্দ্র সিংহ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর দেশপ্রেম, নারী শিক্ষার প্রসার ও মানবসেবার অতুলনীয় দৃষ্টান্ত জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রধান আলোচক চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদ নূতন চন্দ্র সিংহের অবদান অবিস্মরণীয়। দেশ মাতৃকার জন্য তাঁর আত্মত্যাগ ও মানব সেবার ব্রত চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, এখন থেকে প্রতি বছর শহীদ নূতন চন্দ্র সিংহের জন্ম ও মৃত্যুবার্ষিকী সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং দ্রুতই তাঁর জীবনী প্রকাশের উদ্যোগ ও নেয়া হবে । রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিংহ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পরিচালক বাসুদেব সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা পূরবী দাশগুপ্তা। সভা শুরুর প্রারম্ভে সংক্ষিপ্ত সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির ও মহাবিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্যের মান ও মাপ দুটোই নিশ্চিতে কাজ করছে বিএসটিআই
পরবর্তী নিবন্ধআগামী এক মাসের মধ্যে রাউজান হবে নেশা-ধূমপানমুক্ত : ফজলে করিম