দেশকে গড়তে হলে শিক্ষার ব্যাপারে ভাবতে হবে

আইআইইউসির সেমিনারে ড. মাসুদুল আলম চৌধুরী

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভর্সিটির অর্থনীতি অনুষদের প্রফেসর এবং কানাডার কেইপ ব্রিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের সাবেক প্রফেসর ড. মাসুদুল আলম চৌধুরী বলেছেন, দেশকে গড়তে হলে শিক্ষার ব্যাপারে ভাবতে হবে। জাতিকে কোন শিক্ষানীতি দেয়া হলো তা বড় প্রশ্ন। একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সংস্কার শুরু হয়েছে। নতুন বাংলাদেশে নতুন মনন নিয়ে শুরু করতে হবে। পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশে কী মডেল হবে তা ভাবতে হবে। পদ্ধতিগত বিষয় নিয়ে ভাবতে হবে। অফুরন্ত জ্ঞানের ভাণ্ডাার হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে জ্ঞানের সর্বকল্যাণের উৎস। কোরআনে অযৌক্তিক ও অসত্য বলে কিছু নেই। কোরআনের সবকিছুই সর্বজনগ্রাহ্য সত্য।

আইআইইউসি মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইকিউএসি আয়োজিত ‘ইসলামিক সোসিওইকনোমিক প্ল্যানিং মডেল ফর বাংলাদেশ রিফর্ম’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার ও গতকাল মঙ্গলবার আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর আতিথ্যে সেমিনারে সূচনা বক্তব্য দেন, আইকিউএসিএর পরিচালক এবং আইআইইউসির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। আলোচক ছিলেন, চবি গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন। উপস্থিত ছিলেন আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মনজুর আলম। দুদিন ব্যাপী সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ মুহাম্মদ ছানাউল করিম।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমরা এমন এক উন্নয়ন কাঠামোর কথা বলছি, যেখানে উন্নতিটা শুধু ভৌত বা অবকাঠামোগত নয় বরং মানুষের নৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা এবং সার্বিক মানবিক কল্যাণকে একসঙ্গে বিবেচনা করা হয়। ইসলামী মূল্যবোধভিত্তিক উন্নয়ন মডেল সেই সমন্বিত পথটিই দেখায়। বিশ্বের অনেক দেশেই এখন বিকল্প উন্নয়নধারা নিয়ে ভাবা হচ্ছে।

অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক উন্নয়ন মডেল দেশের টেকসই অগ্রগতিতে শুধু অর্থনৈতিক কাঠামো নয়, বরং সামাজিক, নৈতিক ও শিক্ষাগত দিকগুলোও সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রফেসর ড. শাহাদাত হোসাইন বলেন, বাংলাদেশের মানুষের বিশ্বাসকে ড. মাসুদুল আলম চৌধুরী উন্নয়নের যে মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, তা বাস্তবায়ন করা গেলে আমাদের বিশ্বাস ও বাস্তবতার সেতুবন্ধন তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির শান্তি-সমপ্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা