দেশকে এগিয়ে নিতে প্রয়াসের কার্যক্রম প্রশংসনীয়

কেবিনেট সভায় ওয়াসার এমডি

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের কেবিনেট সভা এবং সংগঠনের ১৪তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২২ উপলক্ষে ১ম প্রস্তুতি সভা গতকাল রোববার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। সভায় মখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক লায়ন হুমায়ূন কবির।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, প্রাইম ডিস্ট্রিবিউশন লি. এর এমডি রাশেদুল আলম মামুন, প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান আনজুমান আরা বেগম, কমিউনিটি পুলিশিং মহানগরের মুখ্যপাত্র জাফর ইকবাল, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, মৃনাল কান্তি দত্ত, প্রেসিডেন্সি স্কুলের পরিচালক নাসরিন হক, মো. আবেদুর রহমান মণি, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দীন আহমেদ, সাহিদা আখতার, জোবাইদা খানম তানজু। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, দেশকে এগিয়ে নিতে প্রয়াসের কার্যক্রম প্রশংসনীয়। প্রয়াস জন্মলগ্ন থেকে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াস সহ-সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী, আলমগীর মোহাম্মদ ফারুক, সুভাষ সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মো. ওমর ফারুক খান আসিফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম মামুন, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, সারমিন আক্তার, মাহির আসেফ বাবু, মো. খোরশেদ আলম, জামাল হোসেন জনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধসময়ের আগেই ‘সাধ’ খেলেন মাহিয়া মাহি