দেশকে এগিয়ে নিতে জ্ঞান চর্চার বিকল্প নেই : ড. কায়কোবাদ

প্রেসিডেন্সি স্কুলে ১৪তম ফিজিক্স অলিম্পিয়াড

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি স্কুলে ১৪তম ফিজিক্স অলিম্পিয়াড

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শনিবার সম্পন্ন হল ১৪তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠান। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যদি দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে জ্ঞানবিজ্ঞানের চর্চার কোনো বিকল্প নেই। খ্যাতিমান বাঙালি বিজ্ঞানীদের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাঙালিরা এক সময় বিজ্ঞান চর্চায় উন্নত দেশগুলোর চেয়ে কোনো অংশে কম ছিল না। বর্তমান যোগাযোগ প্রযুক্তির যে জয়জয়কার তার মূলে রয়েছে মহান বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর বেতার আবিষ্কার। বর্তমানে বাংলাদেশে বিজ্ঞান চর্চার বন্ধ্যাত্ব তুলে ধরে তিনি বলেন, নিজেদের জ্ঞান চর্চায় আত্মতুষ্টিতে না ভোগে বৈশ্বিক জ্ঞান ভান্ডারের কষ্টিপাথরে নিজেদের যাচাই করে নিতে হবে।

প্রধান অতিথি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রামে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্র তৈরিতে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল যে অবদান রেখে যাচ্ছে, তা শুধু চট্টগ্রামকে নয়, সমৃদ্ধ করবে পুরো বাংলাদেশকে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তর বিজ্ঞানমনস্ক নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের দেশে সমস্যার অন্ত নেই, এ সমস্যার সমাধান তোমাদেরকেই করতে হবে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ বলেন, অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য পরীক্ষা পাশ নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করা। এ দক্ষতা অর্জনের মাধ্যমে বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধান করে এগিয়ে যাবে আগামী প্রজন্ম, এগিয়ে যাবে দেশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুলকলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। গ্রুপএ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি, গ্রুপবি সপ্তম ও অষ্টম শ্রেণি, গ্রুপসি নবম ও দশম শ্রেণি এবং গ্রুপডি একাদশ ও দ্বাদশ শ্রেণি। গ্রুপএ’তে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রমিত রেজা, গ্রপবি’তে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র আহনাফ আহমেদ সিনান, গ্রুপসি’তে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্র মোহাম্মদ মারজুক রহমান এবং গ্রুপডি’তে মিরপুর স্কলাস্টিকা স্কুলের ছাত্র ওয়াফি মারজুক মোহাম্মদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. একেএম মাঈনুল হক মিয়াজী, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর (আর.সি.ডি) নুরুল কবির, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর, অন্যান্য পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী প্রজন্মকে সংস্কৃতিমনা হয়ে বেড়ে উঠতে হবে
পরবর্তী নিবন্ধভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবো