দেরিতে পোশাক নেবে ক্রেতারা, দিতে হবে না মূল্যছাড়ও : বিজিএমইএ

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

কারখানার পাশাপাশি বন্দরের কার্যক্রমও চার দিন বন্ধ থাকার প্রেক্ষাপটে দেরিতে তৈরি পোশাক পাঠানো হলেও ক্রেতারা নির্দিষ্ট মূল্য দিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি। গতকাল সোমবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর বিডিনিউজের।

বৈঠকে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা, কারফিউ জারি এবং বন্ধ থাকার পরে শিল্পকারখানা খোলা নিয়ে সার্বিক পরিস্থিতি ক্রেতাদের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৈঠক শেষে এসএম মান্নান কচি বলেন, ‘গত ১৮ জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় তারা যোগাযোগ করতে পারছিলেন না। তারা উদ্বিগ্ন হয়েছিলেন, এখন নেট সচল হওয়ায় তারা যোগাযোগ করতে পারছেন।’ তাদের কাছে পরিস্থিতি তুলে ধরে সার্বিক বিষয় অবহিত করা হলে তারা বলেছেন, বন্ধের কারণে তারা কোনো ক্রয়াদেশ বাতিল করবেন না। মূল্য ছাড়ও (ডিসকাউন্ট) চাইবেন না।

বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, শিল্প কারখানা চালু, শ্রমিকদের কাজে যোগদান ও পরিবহন ব্যবস্থা চালু হওয়ার বিষয়ে বৈঠকে ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিয়েছেন উদ্যোক্তারা। ক্রেতাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার চালু রাখার।

অন্যদিকে বন্দর সেবা বন্ধ থাকাকালীন আমদানিরপ্তানিতে বিলম্ব মাশুল ফি না নিতে ব্যবসায়ীদের গত কয়েক দিনের দাবিটি মেনে নিয়েছে সরকার। গত রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সরকারের সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধইন্টারনেট ‘ব্ল্যাকআউটে’ রেমিটেন্সে বড় ধাক্কা
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে অস্থিরতা কাটছেই না