দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর রাউজানে পথসভা করবে বিএনপি। আজ বুধবার এ পথসভা হওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টায় গহিরা চৌমুহনীতে প্রথম পথসভা হবে। এরপর মুন্সিরঘাটা, কদলপুর, পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়ায় এবং উরকিরচরে পথসভা শেষ হবে হবে। এতে নেতৃত্ব দিবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলম আকবর খোন্দকার। নির্ধারিত স্থানের বাইরেও যেখানে জনসমাগম হবে সেখানে বক্তব্য রাখবেন তিনি।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করে গোলাম আকবর খোন্দকার বলেন, লোকজন যাতে শান্ত থাকে তাদের সেই আহবান জানানো হবে। ২০০৫ সালের পর এ ধরনের পথসভা হয়নি বলেও জানান তিনি।
এদিকে গতকাল সন্ধ্যায় নগরের চট্টগ্রাম উত্তর জেলা, উত্তর জেলাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নগরে বিভারলি হিলস্থ বাসভবনে মতবিনিময় করেন উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার। এসময় তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে তা যেন ম্লান না হয় তা ধরে রাখার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। প্রতিহিংসা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা ও শান্তি–শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। কেউ অতি উৎসাহিত হয়ে যেন কোনো সংঘাতমূলক কাজে লিপ্ত না হয় এবং সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার বিধানে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম.এ. হালিম, অধ্যাপক ইউনুছ চৌধুরী, আলহাজ্ব সালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ছফা, মোহাম্মদ মহিউদ্দিন, আবু আহমদ হাসনাত, আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, মুরাদ চৌধুরী, নার্গিস আক্তার, অ্যাড. হাসান আলী চৌধুরী, জাহিদুল আবছার জুয়েল, মনিরুল আলম জনি, অ্যাড. খোরশেদ আলম। সভায় দীর্ঘদিন কারা ভোগের পর বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে পরম করুণাময় আল্লাহর দরবারে মুনাজাত করা হয়।