দেড় কোটি টাকার খাস জমি উদ্ধার, আড়াই লাখ টাকা জরিমানা

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় প্রশাসনের বিশেষ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার ও মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সীমানায় তৈলারদ্বীপ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী অভিযানে নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, আনোয়ারা ও বাঁশখালী সীমান্ত সংলগ্ন তৈলারদ্বীপ সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৪০ লাখ টাকার বেশি দামের মোট ১.১২ একর খাস জমি উদ্ধার করা হয়। এ সময় মাটি কাটার অপরাধে আবুল কালাম এবং রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে দুই মামলায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘স্বামীর অবৈধ আয়ে’ সম্পদ গড়লেন স্ত্রী
পরবর্তী নিবন্ধ৬ মাসের কাজ শেষ হয়নি ২২ মাসেও