নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রুর আশ্রয় শিবির পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মো. মইনুল ইসলামসহ একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার সকাল ১০টায় তারা পরিদর্শনে আসেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন এনএসআই কক্সবাজার জেলার যুগ্ম পরিচালক মো. শাহজাহান, ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফজলে রাব্বি ও ডিজিএফআইয়ের মেজর আরিফুল ইসলাম প্রমুখ।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩৪ ও ৩৫ নং পিলারের মধ্যবর্তী শূন্যরেখায় তুমব্রু কোনারপাড়া ধ্বংসাবশেষ ঘুরে দেখেন। ১৮ জানুয়ারি ভোরে কেন বা কীভাবে শূন্যরেখার অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে আগুন জ্বলে এ বিষয়ে খোঁজখবর নেন। নতুনভাবে বসত গড়া রোহিঙ্গাদের ত্রিপলের ক্যাম্প এলাকা এবং রোহিঙ্গা সদস্যদের কাছ থেকে সমস্যার কথা শোনেন। প্রতিনিধিদল দুপুরে কক্সবাজার ফিরে যান।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসা ও আরএসওর মধ্যে শূন্যরেখায় সংঘর্ষ হয়। এ সময় আরসা বাহিনী শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পটি জ্বালিয়ে দেয়। শূন্যরেখায় থাকা সোয়া ৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশ ভূখণ্ডের তুমব্রুকে আশ্রয় নেয়। তারা এখন তাঁবুতে বাস করছে।