দেওয়ান হাট সেতু নতুন করে নির্মাণ দাবি

প্রধানমন্ত্রী বরাবর স্থানীয়দের স্মারকলিপি

| বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার-টাইগারপাসের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে দেওয়ান হাট থেকে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও জরাজীর্ণ মেয়াদোত্তীর্ণ দেওয়ান হাট সেতু ভেঙে নতুন করে নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেওয়ানহাট, শেখ মুজিব রোড, পোস্তার পাড় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। গত সোমবার দুপুরে এলাকাবাসী ও ব্যাবসায়ীদের পক্ষে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি এইচএম মুজিবুল হক শুক্কুরের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী কবির আহমদ, প্রকৌশলী বিশ্বজিত চৌধুরী বাবু, সাব্বির হাসান চৌধুরী, সোহেল সরওয়ার, জসিম উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে নতুন করে ৮ লেইনের নতুন সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি। কারণ, দেশের একমাত্র বৃহত্তম বন্দর চট্টগ্রাম বন্দরের সকল মালামাল নিয়ে ভারী যানবাহন এ সেতুর উপর দিয়ে চলাচল করে। বর্তমানে এটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল
পরবর্তী নিবন্ধচুক্তি অনুযায়ী আবাসিকে গ্যাস সংযোগ দিন