নগরের দেওয়ানহাট ওভারব্রিজের নিচ থেকে অবৈধভাবে নির্মিত দুই শতাধিক কাঁচা–পাকা দোকান ও ঘর উচ্ছেদ করে ৩০ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ভূমি রক্ষণাবেক্ষণের জন্য চসিকের প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। তিনি দৈনিক আজাদীকে বলেন, দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ও আশেপাশে অবৈধ দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করা হয়। সেখানে ছোট ছোট ফ্যামিলি বাসা ও ভাঙারি দোকান করা হয়েছে। মদ–জুয়ার আড্ডা বসত সেখানে। অভিযানে দোকানপাট এবং অবৈধভাবে দখলে থাকা দেড়শ পরিবারকে উচ্ছেদ করেছি। প্রায় ৩০ কোটি টাকার জায়গা আমরা দখলমুক্ত করেছি।
এ কর্মকর্তা বলেন, উচ্ছেদ হওয়া জায়গা প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে। তারা সেখানে বেড়া দিয়ে দিবে। তাছাড়া পোর্ট সিটি মার্কেটের সামনে যে কাঁচা বাজার বসে সেটা আপাতত এখানে স্থানান্তর করে পোর্ট সিটি মার্কেট ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে আধুনিক বাজারে রূপান্তরের পরিকল্পনা আছে।










