নগরীর দেওয়ানবাজার এলাকায় একটি বাসা থেকে পৃথক জাতের দুটি পাখি উদ্ধার করেছে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে একটি ধনেশ (কাক ধনেশ) ও অপরটি চন্দনাটিয়া (এলেক্সান্ডার পেরট) পাখি। পরে পাখি দুটি বন অধিদপ্তরের হাতে তোলে দেন সেভ দ্যা ন্যাচার। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে লালন পালন করা হচ্ছিল এমন সংবাদ পেয়ে গতকাল পাখি দুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে সেভ দ্যা ন্যাচারের সেন্ট্রাল চেয়ারম্যান এএনএম মোয়াজ্জেম হোসেন আজাদীকে বলেন, অভয়ারণ্যে থাকার কথা ছিল পাখি দুটির। কিন্তু সেগুলোকে ঘরে লালন পালন করা হচ্ছিল। পাখিগুলো বিপজ্জনক। লোকজনের ক্ষতিও হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ জন্য খবর পেয়ে আমরা পাখি দুটিকে হেফাজতে নিয়েছি। পরে যা বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করি।
পাখির মালিক মো. সাজ্জাদ বলেন, পাঁচ মাস আগে অক্সিজেন এলাকার একটি ডাস্টবিন থেকে আহত অবস্থায় ধনেশকে পাই। এরপর বাসায় নিয়ে গিয়ে সুস্থ করে তুলি এবং লালন পালন করে আসছিলাম। চন্দনাটিয়া পাখি নয় মাস আগে ঢাকা থেকে কিনেছি। ধনেশ ক্ষতিকারক হলেও চন্দনাটিয়া ক্ষতিকারক না। পাখি লালন পালনের জন্য লাইসেন্স নেয়ার চেষ্টা করছিলেন বলেও তিনি জানিয়েছেন।












