নগরীর চট্টল মহাশক্তি সম্মিলনী দেওয়ানজী পুকুর পাড় পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব চলছে। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে পূর্জার্থীদের মাঝে ভার্চুয়ালি অঞ্জলি প্রদান করা হচ্ছে। কেবল টিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠান সিসিএলের সহযোগিতায় পূজা মণ্ডপ কমিটি এ উদ্যোগ গ্রহণ করে। চট্টল মহাশক্তি সম্মিলনী পূজা পরিষদের সভাপতি স্বপন চৌধুরী খোকা ও সাধারণ সম্পাদক অ্যাড. শিমুল সেন বলেন, বৈশ্বিক করোনা মহামারীর পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার অংশ হিসেবে এবার ঘরে ভার্চুয়ালি পুস্পাঞ্জলি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী চারদিন পূজার্থীদের জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। এতে পূজা মণ্ডপে ভিড় এড়ানো ও স্বাস্থ্য সুরক্ষার সতর্কতাও মেনে চলা সম্ভব। সিসিএলের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সিসিএলের পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপনে নতুন পদক্ষেপ ভার্চুয়াল পুস্পাঞ্জলি প্রদান এবার প্রথম। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশনসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজা মণ্ডপ থেকে ভার্চুয়াল পুস্পাঞ্জলি প্রদান করা হচ্ছে একইভাবে চট্টগ্রামের এই প্রাচীন পূজা মণ্ডপে যেখানে পূজার্থীদের ভিড় হয় সেই পূজা মণ্ডপ থেকে ভার্চুয়াল পুস্পাঞ্জলি প্রদানে পূজা কমিটির পক্ষ থেকে সহযোগিতা কামনা করায় সিসিএল এই উদ্যোগ গ্রহণ করেছে।