ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম আবির্ভাব উৎসব তিন দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে স্থানীয় দেওয়ানজী পুকুর লেইনস্থ সৎসঙ্গ মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে।
প্রথম দিনের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংগঠনিক সম্মেলন, যুব সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরে এবং রাতে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি উদত ঝা, আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। বিকেলে যুব সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বাগ্মী প্রবর অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দু নন্দন দত্ত প্রমুখ। রাতে গীতি নিত্য নাট্য পরিবেশিত হবে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিতির জন্য জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে চট্টগ্রাম সৎসঙ্গের সভাপতি অধ্যাপক সুধীর বিকাশ দেব এবং সাধারণ সম্পাদক চন্দনময় নন্দী টিটু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।









