দৃষ্টি স্কুল অব ডিবেট ২৫তম ব্যাচের সমাবর্তন

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

‘মুক্তির জন্য যুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৫তম ব্যাচের সমাবর্তন গত ১০ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দৃষ্টির সভাপতি সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া, জালাল আহমেদ রুম্মন, কনফিডেন্স সল্টের হেড অব মাকেটিং সর্দার নওশাদ ইমতিয়াজ। বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, দপ্তর সম্পাদক মুন্না মজুমদার ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স সম্পাদক অনির্বান বড়ুয়া। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ এবং কৃতিত্বের সম্মাননাস্বরূপ বিভিন্ন পুরষ্কারে ভূষিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামিন হয়নি, হাজতেই থাকছেন শাহরুখ-পুত্র
পরবর্তী নিবন্ধচাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের নির্বাচন অনুষ্ঠিত