শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের ১৩তম কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে সম্প্রতি এক বিশেষ সভা ও কাউন্সিল অধিবেশন দৃষ্টির সাফিয়া গাজী রহমান লার্নিং সেন্টারে সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দৃষ্টি চট্টগ্রামের ২০২২-২০২৪ সালের জন্য সাইফ চৌধুরীকে সভাপতি, সাইফুদ্দিন মুন্নাকে সাধারণ সম্পাদক ও মুন্না মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, মুজিবুর রহমান মনি ও সাবের শাহ, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, প্রিয়ম দাশ, রিদোয়ান আলম আদনান, দপ্তর সম্পাদক তানভির আল জাবের, অর্থ সম্পাদক সুমাইয়া ইসলাম, বিতর্ক সম্পাদক হোসাইন সামী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক সাখাওয়াত হোসেন মজুমদার, আবৃত্তি সম্পাদক সাদিয়া আফরিন, নির্বাহী সদস্য মাসুদ বকুল, কসশাফুল হক শেহজাদ, রাশেদুল আমীন রাশেদ, মিলি চৌধুরী, ড. আদনান মান্নান, বোরহান উদ্দিন শাওন, মোহাম্মদ নাছির উদ্দিন ও জুনায়েদ কৌশিক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












