দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হলো দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কবি ও লেখক থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের পরিচালক অভিক ওসমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং দৃষ্টি চট্টগ্রামের প্রাক্তন সভাপতি চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরও বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সদস্য সাহাদাত সায়মন, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সাধারন সম্পাদক জুনায়েদ মুফরাদ মৌসুম, সাংবাদিক মুজিবুল হক, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও দৃষ্টির সাংগঠনিক সম্পাদক ও স্কুল অব ডিবেটের কোর্স কো–অর্ডিনেটর মুন্না মজুমদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি অভিক ওসমান বলেন, “বিতর্ক মানুষকে শুধু বক্তব্য দেওয়া শেখায় না, বরং চিন্তার গভীরতা, যুক্তির শুদ্ধতা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা গড়ে তোলে। এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবে।” সমাপনী অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা্তযা দৃষ্টি স্কুল অব ডিবেটের অগ্রযাত্রাকে আরও সুসংহত করে। প্রেস বিজ্ঞপ্তি।












