ওর কথা মনে নেবেন না
এই যে এখানে কান পাতুন
শুনছেন?
ধুকপুক ধুকপুক ধুকপুক…
যা জানতো, জানে
তবে উল্টো করে
মেঘ জমেছে বৃষ্টি ঝরেনি
আকাশের টিপ চাঁদ‘কে খুঁজেছে
অপরিণত আকাশে
অকালপ্রাপ্তিই ওর প্রাপ্য কেড়েছে
দৃষ্টি নিয়েছে শ্বাস ছেড়েছে কথায়
আগে যা ছিল ওর চোখে
এখন সব জমেছে বুকে।