দৃষ্টির ছায়া জুনিয়র জাতিসংঘ সম্মেলন গত শনিবার রাতে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়েছে। নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় জেনারেল অ্যাসেম্বলি। প্ল্যানারি সভাপতি জুনায়েদ কৌশিক চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন মহাসচিব মুন্না মজুমদার। শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী ড. আদনান মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, র্যাংকস্ এফসির সিইও তানভির শাহরিয়ার রিমন, ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, চিটাগাং গ্রামার স্কুলের কাউন্সিলর তাজরিন আজিজ। বক্তব্য দেন, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, সাদমান সাকিব জিসান ও প্রিয়ম দাশ। অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, সবসময় নিজের উপর আত্নবিশ্বাস বজায় রাখতে হবে। রাশেদুল আমিন রশিদ বলেন, কোভিড ১৯ মহামারী সময়েও দৃষ্টি চট্টগ্রামের সৃজনশীল আয়োজন থেমে থাকেনি। এখন এই নতুন স্বাভাবিক সময়ে খুদে কূটনৈতিক তৈরি করার যে প্রচেষ্টা দৃষ্টির, তাকে সাধুবাদ জানাই। তানভীর শাহরিয়ার রিমন বলেন, দৃষ্টি জুনিয়র ছায়া জাতিসংঘ অধিবেশন, স্কুল কলেজ শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা চর্চার জন্য একটু অসাধারণ প্ল্যাটফর্ম। ড. আদনান মান্নান বলেন, বৈশ্বিক সমস্যা সমাধান করার ক্ষমতা এই অল্প বয়সেই শুরু হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।