দূর প্রাচ্যের সাগরে ২৮ আরোহীসহ রুশ বিমান বিধ্বস্ত

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে ২৮ আরোহীসহ একটি এন-২৬ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্তনোভ কোম্পানির তৈরি এএন-২৬ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর বিডিনিউজের।
আরআইএর প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি নামার প্রস্তুতি নেওয়ার সময় নিখোঁজ হয়েছিল। এতে ২২ যাত্রী ও ছয় ক্রু সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার আঞ্চলিক রাজধানী পেদ্রপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপটির উত্তরাঞ্চলীয় পালানায় যাচ্ছিল বিমানটি। পালানার অবস্থান ওখটস্ক সাগর তীরের কাছেই। পালানায় নামার আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে পালানার মেয়র ওলগা মোখায়েরভাও ছিলেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে। তাসের তথ্য অনুযায়ী, বিমানটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল।
স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ঘটনার সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

পূর্ববর্তী নিবন্ধঅ্যামাজনের সিইও পদ ছাড়লেন জেফ বেজোস
পরবর্তী নিবন্ধনোটিশ ছাড়াই রাতের আঁধারে বাগরাম ঘাঁটি ছেড়ে গেল মার্কিন সেনা