দূতাবাস চালুর ঘোষণা দিল আরব আমিরাত-কাতার

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের মধ্যে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে। দেশ দুটির সম্পর্কে ছয় বছর ধরে ভাঙন ছিল। সোমবার দেশ দুটি এ সংক্রান্ত বিবৃতি দিয়ে বলেছে, আবু ধাবিতে কাতারের দূতাবাস এবং দুবাইয়ে কাতার কনস্যুলেটের পাশাপাশি দোহার আমিরাত দূতাবাস পুনরায় কার্যক্রম চালু করেছে। বিবৃতিতে এটা বলা হয়নি যে, রাষ্ট্রদূতরা দূতাবাসে অবস্থান করছেন কি না কিংবা মিশনগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত কি না। খবর বাংলানিউজের।

দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে একে অন্যের সঙ্গে আলাপ করেছেন এবং কূটনৈতিক মিশন চালু হওয়ায় একে অন্যকে অভিনন্দন জানিয়েছেন। কাতার এমনটি বলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাত ও কাতার দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না: ব্লিঙ্কেন