করোনায় ক্ষতিগ্রস্ত এবং বেকার কর্মহীন শ্রমিক এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার টিইউসির দুস্থ শ্রমিক কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিইউসি চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আশরাফ উল আলম, বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহাম্মদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মীর মোহাম্মদ ইলিয়াছ, ফজলুল কবির মিন্টু, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ মিজান, বিপ্লব চক্রবর্তী, দুলাল মিয়া, সুকান্ত দত্ত, সিরাজ মিয়া, মো. পারভেজ প্রমুখ। শেষে বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক-কর্মচারী, নির্মাণ শ্রমিক, পোশাক শ্রমিক এবং হোটেল শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












