দুস্থ পীড়িত ভাগ্যবিড়ম্বিত মানুষের সেবা করাই সর্বোত্তম ইবাদত

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ওরশ মাহফিলে এমপি ছালাম

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন হাসান সানজেরি আজমিরী (রহ) ও ওলিয়ে কামেল আমিরুল হুজ্জাজ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহঃ) ৭ম বার্ষিক ওরশ গত শনিবার বায়েজিদ ওয়াজেদিয়াস্থ মাজার কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়।

দুই অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ মাওলানা মুহাম্মদ ইয়াছিন এবং কাফেলার পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আবদুচ ছালাম। তিনি বলেন, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালে মহান স্রষ্টা আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি অর্জনে ভাগ্য বিড়ম্বিত গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। দুস্থ পীড়িত ভাগ্যবিড়ম্বিত মানুষের সেবা করাই সর্বোত্তম ইবাদত।

মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নূর মুহাম্মদ সিদ্দিকী, . আল্লামা এ এস এম বোরহান উদ্দিন, আল্লামা ফরিদুল আলম রিজভী, আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, আল্লামা মীর মঈন উদ্দিন নূরী আল কুরাইশী, এটিএম শাহজালাল, শাহজাদা মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী, কবির আহমদ সিআইপি, মুহাম্মদ নঈম উদ্দিন জহুর, মোহাম্মদ কফিল উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা ইদ্রিস আনসারী, আল্লামা হাসান রেজা আল কাদেরী, মাওলানা ইকবাল হোছাইন আল কাদেরী, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা নুর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী, মাওলানা আলী শাহ নেছারী, মাওলানা মুখতার আহমেদ রজভী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মতিউর রহমান। মাহফিলের শুরুতে কোরআন মজিদ থেকে তেলাওয়াত ও না’তে রাসূল () পরিবেশন করা হয়। মাহফিল শেষে দেশ জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম আল্লামা নূর মুহাম্মদ সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২৫ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে ‘ফাইটার’?