দুস্থদের হক আদায় করলে দেশে গরিব থাকবে না

শুলকবহরে উপহার সামগ্রী বিতরণকালে শামসুজ্জামান হেলালী

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আমাদের বিত্তশালীরা যদি দুস্থদের যথাযথ হক আদায় করতেন, তাহলে এদেশে গরিবের স্থান হতো যাদুঘরে। যাকাতভিত্তিক অর্থনীতির কারণে ইসলামের স্বর্ণযুগে গরিব পাওয়া যেত না। তেমনি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে গরিব থাকবে না। সকল নাগরিককে সমমর্যাদায় অধিষ্ঠিত করে রাষ্ট্র এগিয়ে যাবে। গতকাল মঙ্গলবার ৮নং শুলকবহর ওয়ার্ডে দুস্থদের রমজানের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর তৌহিদ আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নগর পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। ওয়ার্ড সেক্রেটারি মো. শহীদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, এবিএম ইমরান, জাহাঙ্গীর আলম, ইকবাল ভূঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যায় জড়িতদের শাস্তি দাবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তিন দিনের ব্যবধানে দুই অগ্নিকাণ্ড