করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। তাই মহামারি প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বিভিন্ন সংগঠন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজের উদ্যোগে গত ১৯ এপ্রিল নগরের হালিশহর থানার নূরানী জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় এবং মসজিদে উপস্থিত সকল মুসল্লীদের মাঝে মাস্ক-হেক্সিসল-হেডক্যাপ-সাবান ও লিফলেট বিতরণ করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মোনাঈম আল-কাদেরী।এসময় উপস্থিত ছিলেন মো. শফী সওদাগর, মো. এরশাদ চৌধুরী, মো. আরমান চৌধুরী, সিরাজুল ইসলাম, ওয়াসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আসিফ চৌধুরী, মাওলানা ফরহাদ রেজা, স ম জিয়াউর রহমান, ললিত চৌধুরী, দুর্জয় নাথ, বোরহান উদ্দিন গিফারী, ওমর ফারুক সুমন, আরমানুল হক আরমান, আবদুল্লাহিল তারেক, মুহাম্মদ আবু, মুহাম্মদ বাবলু, মুহাম্মদ শাহাদাত ফারুক সৌরভ, মুহাম্মদ আকাশ, মুহাম্মদ ইমন, মোহাম্মদ সোয়াদ, মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ রাফি, মোহাম্মদ শাকিব প্রমুখ। মাহফিল শেষে মসজিদের আশপাশের এলাকায়ও শতাধিক মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন লায়ন এম এ নেওয়াজ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে মহামারির প্রাদুর্ভাব বৃদ্ধিতে নগরীর আন্দরকিল্লা, নজির আহমদ সড়ক, রাজাপুর লেইন ও সিরাজদৌল্লা সড়ক এলাকায় গত ২০ এপ্রিল প্রচারণামূলক লিফলেট, মাইকিং, হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক বিতরণ করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে জোটের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন এম.এ. নেওয়াজ, স.ম. জিয়াউর রহমান, মো. হাসান মুরাদ, এস.এম. লিয়াকত হোসেন, সাজেদা বেগম সাজু, মো. কালিম শেখ, অধ্যাপক মো. মমতাজ উদ্দিন চৌধুরী, সাথী কামাল, আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, ওসমান খান প্রমুখ।
শেখ মনি স্মৃতি সংসদ : চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া শেখ মনি স্মৃতি যুব পরিষদের উদ্যোগে করোনা সুরক্ষা সমাগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং কাউন্সিলর নুরুল আলম মিয়া, থানা আওয়ামীলীগ নেতা ইসমাইল চৌধুরী সেলিম, মহানগর যুবলীগ নেতা বখতেয়ার ফারুক, জানে আলম, হোসেন বাদশা, মির্জা জায়িদ আরমান, আরিফ, বাবলু, তানভীর প্রমুখ।