ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার শরীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, কথা বলতেও পারছিলেন না। কয়েকদিন আগে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। এখনো শরীরিক র্দুবলতা কাটেনি। এরই মধ্যে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। গোয়ালন্দ থানার উজানচরে পাঁচশত কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। জিনাত হাকিম বলেন, ‘করোনা ও শীতে স্বল্প আয়ের মানুষের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে উজানচরের মানুষদের অবস্থা। তাই সিদ্ধান্ত নিয়েছি এই চরে পাঁচশত মানুষের কাছে কম্বল ও খাদ্যসামগ্রী পৌঁছে দেব। গত ২৫ নভেম্বর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেন আজিজুল হাকিম। এখন বাসাতেই বিশ্রামে আছেন ৬১ বছর বয়েসি এই অভিনেতা। অন্যদিকে জিনাত হাকিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনিও এখন সুস্থ বলে জানিয়েছেন।