দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই

পটিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবসের সভায় হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসাইন, উপজেলা আ.লীগ নেতা এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।

এতে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করে হুইপ বলেন, যে কোনো ধরনের দুর্যোগ ও দৈব দুর্বিপাক কখনো বলে কয়ে আসে না। ফলে পূর্ব প্রস্তুতি না থাকায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হলে দেশের সব নাগরিকের প্রশিক্ষণ থাকা জরুরি। এতে হুইপ সামশুল হক চৌধুরী দেশের সব নাগরিককে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী, মনিরুজ্জামান ও আবুল কাসেম স্মারক-বক্তৃতা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসরকার জাতীয়করণসহ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে