দুর্যোগ ঝুঁকি বুঝে ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে

সেমিনারে চিটাগাং চেম্বার সভাপতি

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

পরিকল্পনা মন্ত্রণালয় এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি সেক্টর রিস্ক প্রোফাইল-দ্যা কেইস অব কেইপিজেড এন্ড কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন চট্টগ্রাম’ শীর্ষক গবেষণা বিষয়ক সেমিনার গতকাল ৭ অক্টোবর সকালে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ অব প্রোগ্রামিং ডিভিশন খন্দকার আহসান হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ড. নুরুন নাহার, জয়েন্ট চিফ, প্রোগ্রামিং ডিভিশন ও প্রজেক্ট ডিরেক্টর, ন্যাশনাল রেজিলেন্স প্রোগ্রাম (যুগ্ম সচিব), মিনিস্ট্রি অব প্ল্যানিং এবং ইউএনডিপি’র প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আবদুল্লাহ খান এতে বক্তব্য রাখেন। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক অঞ্জন শেখর দাশ, প্রাক্তন পরিচালক মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী ও মাহফুজুল হক শাহ অংশগ্রহণ করেন। গবেষণা কার্যক্রমটি পরিচালনা করে ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে ব্যবসায়ীদের তথ্যভিত্তিক তথা ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে দুর্যোগ ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে হবে। এ গবেষণার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে শিল্প খাতে দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনগত প্রভাবে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করা হয়েছে যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বেসরকারি খাতের উপর কোনো নীতি হঠাৎ করে প্রয়োগ করা ঠিক হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, তাই দুর্যোগ সহনীয় বিনিয়োগ উৎসাহী করতে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জামাদি আমদানি করতে কর অবকাশ সুবিধা দেয়ার কথাও বিবেচনা করা দরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ সরকার থেকে মানুষ মুক্তি চায়
পরবর্তী নিবন্ধঅনাথ শিশুদের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্লাটিনামের খাবার বিতরণ