দুর্বৃত্তের হামলায় আহত ৫ বনকর্মী

রামুতে উচ্ছেদ অভিযান

রামু প্রতিনিধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর বনবিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের বনকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে জোয়ারিয়ানালা রিজার্ভ ফরেস্টের বেবিটিলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শনিবার সকালে জোয়ারিয়ানালা রিজার্ভ ফরেস্টের বেবিটিলা নামক জায়গায় ফয়সাল নামের এক ব্যক্তির অবৈধ দখলের মুরগীর খামার উচ্ছেদের জন্য বনকর্মীরা যায়। এসময় ৫০-৬০ জনের সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও ডিভিশনাল ফরেস্ট অফিসার তৌহিদুল ইসলামসহ অন্যান্য বন কর্মকর্তারা পৌঁছান।
জোয়ারিয়ানালা রেঞ্জ সূত্র জানায়, হামলায় জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হায়দায় টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, ফরেস্ট গার্ড বাসুদেব বণিক, বনমালী অসিত কুমার সরকার গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যরা রামু হাসপাতালে চিকিৎসাধীন। রামু থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশাল সাইকেল র‌্যালিতে ভিন্নমাত্রা
পরবর্তী নিবন্ধলাল পাসপোর্ট থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানির অভিযোগ রুমিনের