দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। গতকাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উদযাপন উলপক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল–দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার ইতিহাস, কমিশনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিধি ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদ। চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব দুর্নীতি দমনে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, দুর্নীতি দমনে নাগরিকদের মানসিকতার পরিবর্তন করা জরুরি। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবীর তার বক্তব্যে দুর্নীতি দমনে পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর জোর দেয়ার কথা বলেন।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাও দুর্নীতির আওতায় পড়ে। তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সেবাগ্রহিতাদের আন্তরিকতার সাথে সেবা দেয়ার জন্য অনুরোধ করেন। সভাপতির বক্তব্যে রিজিয়া খাতুন মহান মুক্তিযুদ্ধ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ করেন। এছাড়া তিনি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ, অর্জন, সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন।
দুদক জানায়, আলোচনা সভার আগে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এম. এম আলী রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি–বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।












