চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সকল ধর্মের মূলমন্ত্র হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আজকে যারা অসৎ কাজ করছে, যারা অন্যায় কাজ করছে, যারা জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে; সেই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় বড়দিনের উৎসবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আর্চ বিশপ লরেন্স সুব্রত হালদারকে নিয়ে বড়দিনের কেক কাটেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া আগত খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা শওকত জাহান, সাদেকুর রহমান রিপন, জসিম উদ্দিন চৌধুরী, মো. সালাউদ্দিন, মো. শাহেদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ সাইফুল, শাহিন শাহীন কবির শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।