‘দুর্দান্ত ব্রাজিলের বিপক্ষে আমাদের আছে বিশ্বসেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৪:৫২ পূর্বাহ্ণ

সেমি-ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেসের বিশ্বাস, তারা শিরোপা জিততে পারবেন। সেই বিশ্বাসের মূল ভিত্তি, লিওনেল মেসি। দেশের মাঠে যদিও ব্রাজিলকে হারানো কঠিন, তবু মেসি আছেন বলেই ভরসা রাখছেন মার্তিনেসরা।
আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি কোভিড আক্রান্ত হওয়াতেই সুযোগ মিলেছিল মার্তিনিসের। গত মাসের শুরুতে তার আন্তর্জাতিক অভিষেক হয় চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই। দ্রুতই কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করে তিনি ধরে রাখেন জায়গা।
এরপর এলো তার আলোয় আসার মুহূর্ত। কোপা আমেরিকার সেমি-ফাইনালে গতকাল কলম্বিয়ার তিনটি শট ফিরিয়ে আর্জেন্টিনাকে তুলে নিলেন তিনি ফাইনালে। ম্যাচের পর আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না যেন ২৮ বছর বয়সী গোলকিপার। ‘আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না। তারা ম্যাচটি টাইব্রেকারে টেনে নিয়েছে, যেখানে ভাগ্যই মূল ব্যাপার। তবে আজকের দিনটি ছিল আমার ও আমাদের বিজয়ের।’ শেষ বাধা পেরিয়ে ট্রফির ছোঁয়া পেতে মার্তিনেসরা তাকিয়ে মেসির দিকে। ‘৪০ দিন ধরে একরকম বন্দী আমরা, সুরক্ষা-বলয়ের বাইরে কারও দেখা পাচ্ছি না। প্রথম দিন থেকেই আমরা বলে আসছি যে ফাইনাল খেলতে চাই। সেই ফাইনালে ব্রাজিলের সঙ্গে তাদের মাঠে খেলার চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।’ ‘ব্রাজিল অবশ্যই দুর্দান্ত দল তবে আমাদের আছে বিশ্বসেরা ফুটবলার। আমরা সেখানে জিততেই যাচ্ছি।’ ব্রাজিল-আর্জেন্টিনার এই মহাযুদ্ধ আগামী রোববার।

পূর্ববর্তী নিবন্ধহেরেও গর্বিত স্পেন কোচ লুইস এনরিকে
পরবর্তী নিবন্ধফাইনালের আগে জেসুসকে হারাল ব্রাজিল