দুর্দশা দুখ তাড়াও

সৈয়দ খালেদুল আনোয়ার | বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বন্যা এলো বন্যা গেলো

রেখে গেলো ক্ষত

তীব্র হলো বানভাসিদের

দুর্দশা দুখ যত।

কেউ হারালো বাড়ি ভিটা

ক্ষেতের ফসল কেউ

হারিয়ে স্বজন কারো বুকে

উঠলো শোকের ঢেউ।

মানবতায় নেমে এলো

কঠিন বিপর্যয়

জনপদে সুখ শান্তি

বন্যা করে লয়।

মানুষের এই দুর্দিনে ভাই

সাহায্যের হাত বাড়াও

অসহায় সব বানভাসির

দুর্দশা দুখ তাড়াও।

পূর্ববর্তী নিবন্ধআলোর ঝর্ণাধারা
পরবর্তী নিবন্ধকিশোরের জন্য কান্না