হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল এলাকার ব্যবসায়ী আবুল কালাম আজাদের ছেলে হোসেন তারেক বাপ্পা (২২)। পড়তেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে; ইসলামিক স্টাডিজ বিভাগের ফাইনাল ইয়ারে। পরিবারের খুব ইচ্ছে ছিল, বাপ্পা পড়াশোনা শেষ করে ক্যাডার সার্ভিসে যোগ দেবেন। দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু তাদের সে স্বপ্ন গুঁড়িয়ে দিল একটি দুর্ঘটনা। গত বৃহস্পতিবার রাতে রাউজানের একটি ক্লাবে খালাতো ভাইয়ের মেহেদি অনুষ্ঠানে যোগ দেন বাপ্পা। ফেরার সময় প্রাইভেটকার চালিয়ে ফিরছিলেন। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাপ্পা।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাটহাজারী-রাউজান মহাসড়কের সর্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহাদ হোসেন নামে আরো একজন আহত হয়েছেন। তিনি নিহতের মামাতো ভাই। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটহাজারী হাইওয়ে থানার ওসি কামরুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
উল্লেখ্য, আবুল কালাম আজাদের তিন ছেলে দুই মেয়ের মধ্যে বাপ্পা দ্বিতীয়। তাকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।