দুর্গম রেইনফরেস্টে মিলল লিপস্টিক লতার নতুন প্রজাতি

| বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

অজানা এক প্রজাতির লিপস্টিক লতার সন্ধান পেয়েছেন উদ্ভিদবিজ্ঞানীরা। আবিষ্কার হয়েছে ফিলিপিন্সের রেইনফরেস্টে। দেশটির সবচেয়ে বড় দ্বীপ লুজনের বারানগাই বালবালাসাং রেইনফরেস্টের মধ্য দিয়ে কয়েকদিন ধরে ট্রেকিং করার পর এই উদ্ভিদটি ও এর উজ্জ্বল রঙের বিভিন্ন ফুল খুঁজে পান উদ্ভিদবিজ্ঞানীরা। খবর বিডিনিউজের।

ট্রেকটি ছিল ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স লস বানোস ও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর গবেষকদের মধ্যকার এক যৌথ অভিযানের অংশ, যেখানে তাদের সহায়তা করেছে স্থানীয় বানাও গোত্র। আমরা ঘন গাছপালার মধ্য দিয়ে ট্রেকিং করছিলাম। এসময় হঠাৎ দেখি আমাদের মাথার ওপর ঝুলছে একটি উজ্জ্বল সাদা ও বেগুনি রঙের ছোট ছোট দাগওয়ালা ফুল, বলেছেন অক্সফোর্ডের ড. ক্রিস থোরোগুড। তাৎক্ষণিকভাবেই আমাদের মনে হয়েছে, বিজ্ঞানের কাছে একেবারে নতুন এই ফুল। এর মতো সুন্দর প্রজাতির উদ্ভিদ এখনও বিজ্ঞানের কাছে নিজের নাম লেখানোর অপেক্ষায় রয়েছে বিষয়টি খুবই রোমাঞ্চকর। গবেষক দলটি উদ্ভিদটির নাম দিয়েছেন এশিন্যান্থাস পেন্টাট্রাইকোমাটাস, এখানে এস্কিনান্থাস হচ্ছে লিপস্টিক লতার জেনাস বা গণ নাম।

পূর্ববর্তী নিবন্ধবোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলা খারিজ হচ্ছে না