দুর্গতদের গৃহে খাদ্য সহায়তা পৌঁছে দিন : এম এ সালাম

হাটহাজারীতে জেলা পরিষদের খাদ্য সহায়তা

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভা, ফতেপুর ইউনিয়ন ও চিকনদন্ডী ইউনিয়নে করোনাকালীন দুর্গত জনসাধারণের মাঝে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। এতে এম এ সালাম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে জেলার করোনাকালীন দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য জেলাব্যাপী খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এই মহাদুর্যোগে সকল সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, দিদারুল আলম বাবুল, শওকত আলম শওকত, এড. মোহাম্মদ আলী, এস এম মোরশেদুল আলম, মোহাম্মদ শামীম, শাহ আলম, হাসানুজ্জামান বাচ্চু, এ কে এম শাহাবুদ্দিন, শামসুল আলম, অধ্যাপক খুরশিদ আলম, এড. মোস্তফা আনোয়ারুল ইসলাম, এসএম জাকির, আজম উদ্দিন, তসলিম হায়দার, লোকমান চৌধুরী, সাইদুল হক সুমন, মহসিন খান, আকতার হোসেন, হাসান লিটন, সাইদুল হক খোকন, আইয়ুব খান লিটন, মিজানুর রহমান, সাকেরিয়া চৌধুরী সাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরো ৭ হাজার
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর খাদ্য সামগ্রী বিতরণ