দুদিন পর বন্দর সচল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

দুদিন বন্ধ থাকার পর অবশেষে পুরোদমে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। গতকাল মঙ্গলবার সকালের জোয়ারে ১১টি জাহাজকে বার্থিং দেওয়ার পর বন্দরে পণ্য খালাস শুরু হয়। একইসাথে বন্দরের ইয়ার্ড থেকে কন্টেনার এবং পণ্য খালাসের কাজও পুরোদমে শুরু হয়েছে। বৃষ্টি কমে আসায় বহির্নোঙরেও পণ্য খালাস চলছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ এলার্ট৪ ঘোষণা করে। এরই প্রেক্ষিতে বন্দরের জেটিতে থাকা ১৯টি জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। বন্দরের কী গ্যান্ট্রি ক্রেনসহ সব ইকুইপমেন্টের অপারেশন বন্ধ করে দেওয়া হয়। গতকাল সকাল থেকে পুনরায় সব কার্যক্রম শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে পুরোদমে কাজ চলছে। বেসরকারি আইসিডিগুলো থেকে প্রচুর কন্টেনার বন্দরে এসেছে। একইভাবে বন্দর থেকে প্রচুর কন্টেনার এবং খোলা পণ্য বাইরে বের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে পৌঁছায়নি নির্বাচনী সরঞ্জাম,ভোটগ্রহণ স্থগিত
পরবর্তী নিবন্ধরেমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতে প্রধানমন্ত্রীর নির্দেশ