গ্রামের নাম ফেনাফুনি। মীরসরাইয়ের খৈয়াছরা ইউনিয়নের এই গ্রামটি প্রতি বছরের মত এবারও বর্ষা আসা মাত্র ডুবে গেছে। গ্রামের শতাধিক পরিবার গত দুদিন ধরে পানিবন্দি। বৃষ্টি চলমান থাকলে এই দুর্ভোগ বাড়বে আরো।
ফেনাফুনি গ্রামের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে তারা জলাবদ্ধতার শিকার হচ্ছেন। বৃষ্টি হলেই সবার উঠান, ঘর পানিতে তলিয়ে যায়। দিনের পর দিন শুকনো খাবার খেতে হয়। আশ্রয় নিতে হয় অন্যত্র। বিকল্প না থাকায় অনেক মানুষকে অভুক্ত থাকতে হয়। গত বুধবার রাতে ভারী বর্ষণের পর ফেনাফুনি গ্রামে পাহাড়ি ঢল নামে। এরপর থেকে ডুবে আছে গ্রামটি।
স্থানীয় বাহার চৌধুরী নুরীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছফিউল্লাহ বলেন, গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া গোভানিয়া খালটি আবুতোরাব সড়কের তেঁতুলতলা হয়ে বাজার দিয়ে সমুদ্রের দিকে ধাবিত হয়েছে। কিন্তু গ্রাম পরবর্তী অংশে খালটি ছোট আর সংকীর্ণ হয়ে যাওয়ায় বৃষ্টির পর পানি সরে যেতে পারে না। আর সেই পানিতেই প্রতি বছর ডুবে যাচ্ছে গ্রাম।
স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে বার বার ব্যবস্থা নিতে বলা হলেও আজো তার সুরাহা হয়নি। বিষয়টি স্বীকার করে খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, আমি গ্রামবাসীর দুঃখ নিয়ে উপজেলা প্রশাসনে দফায় দফায় আলোচনা করেছি। কিন্তু আজো কোনো সমাধান হয়নি। তিনি বলেন, খালটি দখল হয়ে সংকীর্ণ হয়ে গেছে। প্রশাসন কয়েকবার দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিল। কিন্তু তা ঘোষণাই থেকে গেছে।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, গ্রামবাসীর দুঃখ লাঘবে আমি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেব। বর্তমানে পানিবন্দিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কারো জরুরি খাবার প্রয়োজন হলে তার ব্যবস্থা করা হবে।