দুদিনে ২২০ রাজস্ব কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম কাস্টমের কর্মকর্তাও আছেন

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

দুদিনে রাজস্ব বোর্ডের ২২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ভিন্ন দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা জারি করা হয়েছে। খবর বাংলানিউজের।

গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এসব সহকারী রাজস্ব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউজ, যশোরের বেনাপোল কাস্টম হাউজ, খুলনার মোংলা কাস্টম হাউজ, ঢাকার পানগাঁও কাস্টম হাউজ, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তরদক্ষিণপূর্বপশ্চিমের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; যশোর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছে। এসব রাজস্ব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে সোমবার শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহউলসাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এসব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউজ; যশোরের বেনাপোল কাস্টম হাউজ; ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কশিনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট; ঢাকা উত্তরদক্ষিণপূর্বপশ্চিম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; রংপুর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; যশোর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; কুমিল্লা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; খুলনা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কশিনারেট; ঢাকা বৃহৎ করদাতা ইউনিট, ভ্যাট এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ বিভিন্ন কর্মস্থলে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বর্তমান নিজ নিজ কর্মস্থল থেকে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে
পরবর্তী নিবন্ধগৃহবধূকে হত্যার ৬ দিন পর আদালতে মামলা