দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে তাদের আয় ও সম্পদের বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সে বিষয়ে তাদের অবস্থান এবং দলীয় আনুগত্য থাকলে তার তথ্যও প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–টিআইবি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য সাবেক সচিব মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে মঙ্গলবার দুদক গঠিত হয়েছে। এর পরদিনই কমিশনের সদস্যদের নিয়োগের স্বতা নিশ্চিতের’ আহ্বান জানাল টিআইবি। খবর বিডিনিউজের।
তাদের ব্যাপারে টিআইবি যে তথ্য প্রকাশের কথা বলছে, সেগুলোতে কোনো প্রকার অসামঞ্জস্যতার ক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে জবাবদিহির কথা বিজ্ঞপ্তিতে বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সেইসঙ্গে নতুন চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও ‘নতুন বাংলাদেশ অভীষ্টের প্রতি’ অনঢ় থেকে সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারের আহ্বানও জানিয়েছেন তিনি।