দুদক কর্মকর্তা পরিচয়ে সিভিল সার্জনের কাছে চাঁদা দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পরিচয় দিয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীর মোবাইলে কল দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে চাঁদা দাবির ঘটনার পর এ নিয়ে সিভিল সার্জনের পক্ষে স্থানীয় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডা. মো. নুরুল হায়দার।

জানা গেছে, ০১৮৫৬৯৩৯১৯৪ নম্বর থেকে সিভিল সার্জনের মোবাইল নম্বরে ফোন আসে। ফোনে এক ব্যাক্তি নিজেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পরিচয় দেন এবং চট্টগ্রাম নগরে অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স পাইয়ে দেওয়ার অপরাধে সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন। তবে ৪০ হাজার টাকা দিলে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথাও বলেন তিনি। টাকা পাঠাতে ০১৭৬৬১১০৮৬৬ নম্বরের একটি বিকাশ একাউন্টও পাঠান সিভিল সার্জনের কাছে।

তবে সিভিল সার্জন জানান, ব্যাক্তিটির নাম সিরাজুল ইসলাম বলে জানান। তিনি নিজেকে দুদকের এসআই পরিচয় দিয়েছেন। তবে থানার নাম উল্লেখ করেননি। আর এ ফোন কলটি রেকর্ড করা নেই বলেও জানান সিভিল সার্জন।

ডা. নুরুল হায়দার জানান, সিভিল সার্জন এনএসআই চট্টগ্রামের যুগ্ম পরিচালককে বিষয়টি জানালে তারা র‌্যাবকে অবহিত করার পরামর্শ দেয়। এরপর কোতায়ালী থানায় জিডি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ট্যানারি বর্জ্য মিশিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি
পরবর্তী নিবন্ধঅর্থবহ সংলাপের সুপারিশে যুক্তরাষ্ট্র সরকারও একমত