কক্সবাজারে ভূমি অধিগ্রহণ দুর্নীতিতে জড়িত আলোচিত ইদ্রিস সিআইপি ও নুরুল হক নামে দুই দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কক্সবাজারের বাহারছড়া এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদেরকে বুধবার (আজ) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তা। এর আগে একই মামলায় গত জানুয়ারিতে সোস্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার তাদের ব্যাংক হিসেব থেকে ৮০ লাখ ৪০ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। একই মামলায় গত ২৩ জানুয়ারি কক্সবাজার এলএ শাখার শীর্ষ দালাল মুহিব উল্লাহ ও সার্ভেয়ার কেশব লাল দেবকেও গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি র্যাবের অভিযানে ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকাসহ গ্রেপ্তার হন কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ওয়াশিম খান। ওই ঘটনায় গত বছরের ১০ মার্চ চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারি পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে সার্ভেয়ার মো. ওয়াসিম খানকে প্রধান আসামি করে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা করেন। এরপর মামলার তদন্তকালে গত বছরের ২২ জুলাই কক্সবাজারের শীর্ষ দালাল সেলিম উল্লাহ ও ৩ আগস্ট দালাল সালাউদ্দিন ও কামরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেন। জবানবন্দিতে তারা জানায়- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকসহ কয়েকজন ভূমি অধিগ্রহণকর্মকর্তা, সার্ভেয়ার, তহশিলদার, তিনজন সাংবাদিক, কয়েকজন আইনজীবীছাড়াও প্রভাবশালী অর্ধশত দালাল ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দুর্নীতিতে জড়িত।
দুদক সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ইদ্রিস সিআইপি ও নুরুল হক কক্সবাজারের আলোচিত পিবিআই ও সিআইডির জেলা কার্যালয় নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি নিজেরা ও তাদের স্ত্রীর নামে আমমোক্তারনামা দেখিয়ে কিংবা অন্যের জমি নিজের দেখিয়ে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নিজেরাই তুলে নিয়ে কোটিপতি বনেছেন।