সীতাকুণ্ডে দুই জায়গায় ডাম্প ট্রাক চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়ন এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে সরোয়ার আলম (৩৫) নামে এক শ্রমিক ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী চৌধুরী মার্কেটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সরোয়ারের মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মচিন্দ্রলাল ত্রিপুরা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করেছি। এ ঘটনায় নিহত শ্রমিক ওই এলাকার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ইউনিটেক্স স্পিনিং মিলে মেন্টেইনেন্স সেকশনে কাজ করতেন। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অপরদিকে গতকাল ভোর ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে বসে নাস্তা করছিলেন মো. আবসার আলী (৫৩) নামে এক ব্যক্তি। এ সময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই নিহত হন আবসার আলী।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন আজাদীকে বলেন, এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে আহতবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তি অপর এক গাড়ির সহকারী ছিলেন। তিনি চায়ের দোকানে নাস্তা করতে গিয়েছিলেন। তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, ডাম্প ট্রাক দুটি আটক রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।