নগরের বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে খাইন বানিয়ে গরু বিক্রি করায় দুজনকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
কোরবান উপলক্ষে এবার নগরে ছয়টি পশুর হাট বসিয়েছে চসিক। হাটগুলোর বাইরে যেখানে-সেখানে পশু বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল অভিযানে দুই খাইন মালিককে অনুমোদিত পশুর হাটে গরু নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।