নগরীর অলংকার মোড় এলাকায় লাইসেন্সবিহীন ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বিপণন করায় ২ টি হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। হোটেল দুটি হচ্ছে, হোটেল আয়োজন ও হোটেল সাইমুন। এছাড়া এক দাঁতের ভুয়া চিকিৎসককে চেম্বার পরিচালনার দায়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল কাট্টলী সার্কেলের এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন পাহাড়তলী থানা পুলিশ। ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী আজাদীকে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে দুটি হোটেল ও একজন দাঁতের ভুয়া চিকিৎসককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।