দুই হাজার মিটার জাল, ১০টি বড়শি ও ডিঙি নৌকা জব্দ

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

হালদা নদীতে গতকাল বুধবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছেন। নদীর মোহনা ও ছায়ারচর এলাকায় পরিচালিত অভিযানে ৯০ হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার অবৈধ জাল, ১০ টি বড়শি ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ডিঙি নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

তাছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, গতকাল বুধবার চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এবং সদরঘাট থানার নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমানের নির্দেশনায় দুপুরে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ দুই হাজার মিটার জাল যার অনুমানিক মূল্য ৯০ হাজার টাকা ও দশ টি বড়শি, একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়। নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত জাল গুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। হালদা নদীতে অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত মনোনয়ন প্রত্যাহার না করলে আ. লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে
পরবর্তী নিবন্ধনিলামে সব গাড়ি বিক্রির আশা কাস্টমস কমিশনারের