দুই স্কুলছাত্রীকে চাপা দেয়া সেই জিপ চালক গ্রেপ্তার

দিলেন ভিন্ন তথ্য

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে জিপ চাপায় দুই স্কুলছাত্রী নিহতের ঘটনায় জিপটির চালক আলাউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ভূজপুর থানার শৈলকুপা গ্রামের রুহুল আমিনের ছেলে। গত সোমবার রাতে চট্টগ্রাম শহরের বায়েজিদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম। আলাউদ্দিন গ্রেপ্তারের পর প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের পুরো ভিন্ন তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, ড্রাইভার আলাউদ্দিন সড়কের উত্তর পাশ দিয়ে ধান বোঝাই গাড়িটি নিয়ে আসার সময় একটি মোটরসাইকেলকে সিগনাল দেয় পুলিশ সার্জেন্ট। মোটরসাইকেল চালক না থেমে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে জিপের সামনে পড়ে। সেটি বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি উল্টে গিয়ে দুই ছাত্রীর উপর পড়ে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, আমি ৭ বছর ধরে জিপ ড্রাইভিং করি। আমার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। এজন্য প্রতিবছর আমাদের সমিতির মাধ্যমে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িকে টোকেনের মাধ্যমে ৪ হাজার টাকা করে দিই।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আগামীকাল তার রিমান্ড আবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কাপ্তাই রেললাইনের কাজ শুরু শীঘ্রই
পরবর্তী নিবন্ধগৃহায়ণ কর্তৃপক্ষের ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা